নয়াদিল্লি, ১৯ মে (হি. স.) : চলতি শিক্ষাবর্ষ থেকেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (সিইউইটি) চালু হচ্ছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান এম জগদেশ কুমার। এদিন তিনি বলেন, ‘‘জুলাই মাসের তৃতীয় সপ্তাহে দেশ জুড়ে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা হবে।’’
বৃহস্পতিবার থেকেই স্নাতকোত্তরে সিইউইটি পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র নেওয়ার কাজ শুরু হবে এবং ১৮ জুন পর্যন্ত চলবে জানিয়েছেন জগদেশ। তিনি বলেন, ‘‘এখনও পর্যন্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে ভর্তির জন্য ১০ লক্ষ ৪৬ হাজারের বেশি আবেদন পেয়েছি আমরা। স্নাতক স্তরে ভর্তির আবেদনের শেষ তারিখ ২২ মে। এ ক্ষেত্রে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় পাওয়া নম্বর নয়, দেশের ৪৫টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সিইউইটি পরীক্ষায় প্রাপ্ত নম্বরই হবে এক মাত্র মাপকাঠি।’’
স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের একটিমাত্র পরীক্ষার মাধ্যমে দেশ জুড়ে থাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে যে কোনও বিষয়ে পড়ার সুযোগ করে দিতেই সিইউএটি পরীক্ষা চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। এর ফলে দেশের যে কোনও প্রান্তের এক জন পড়ুয়া সম্পূর্ণ অন্য প্রান্তের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন। তামিলনাড়ু-সহ একাধিক রাজ্য ইতিমধ্যেই কেন্দ্রের এই পদক্ষেপের বিরোধিতা করেছে।-