Rain : ছুটির দিনে বৃষ্টির সম্ভাবনা শহরে

কলকাতা,১৫ মে (হি. স.): গত কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভিজছে শহর থেকে জেলার একাধিক জায়গা । যদিও রবিবার সকাল থেকে আকাশের মুখ মেঘলা । ছুটির দিনেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায় এমনটাই খবর আবহাওয়া দফতর সূত্রে ।

আবহাওয়া দফতর সূত্রে আরও খবর,বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায় । কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ । এমনকি কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা । কলকাতার সহ দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা । অপরদিকে উত্তরবঙ্গে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্ভাভাস আলিপুর আবহাওয়া দফতরের । উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে ।