ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মে।। বৃষ্টিবিঘ্নিত চারটি ম্যাচ-ই পরিত্যক্ত ঘোষিত হয়েছে। কোনটি ১৫ ওভার তো কোনটি ২৫ ওভার খেলা হয়েছিল। কিন্তু দিনভর থেমে থেমে বৃষ্টির কারণে কোন ম্যাচ-ই পুরোপুরিভাবে শেষ হয়নি। এমনকি নতুন নিয়ম অনুযায়ী দু’দলের দশ ওভারের খেলাও সম্ভব হয়নি। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত আন্তঃ মহকুমা সিনিয়র রাজ্য স্তরীয় ক্রিকেট টুর্নামেন্ট চলছে। উদয়পুরে জামজুড়ি মাঠে খেলা ছিল সাব্রুম ও শান্তিরবাজারের মধ্যে।
সকাল ন’টা নাগাদ ম্যাচ শুরুতে টস জিতে শান্তিরবাজার প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। সাব্রুমকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ২৫.৪ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে সাব্রুম ৯২ রান সংগ্রহ করে। এদিকে, সদরে পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে খেলা ছিল তেলিয়ামুড়া বনাম বিশালগড়ের মধ্যে। সি-গ্রুপের খেলা।
সকাল ন’টায় ম্যাচ শুরুতে টস জিতে তেলিয়ামুড়া প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ১৫.৪ ওভার খেলে তিন উইকেট হারিয়ে ৩০ রান সংগ্রহ করে। ইতিমধ্যে বৃষ্টি শুরু হলে খেলা থেমে যায়। পরবর্তী সময়ে পুনরায় খেলা চালানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। স্বাভাবিক কারণে কৈলাশহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় স্টেডিয়ামে ধর্মনগর ও কৈলাশহরের ম্যাচ এবং কমলপুরে কালীবাড়ি প্লে গ্রাউন্ডে মোহনপুর বনাম আমবাসার ম্যাচও পরিত্যক্ত ঘোষিত হয়। স্বাভাবিক কারণে মঙ্গলবারে চার মাঠে চারটি ম্যাচে অংশগ্রহণকারী আট দল প্রত্যেকে ২-২ করে পয়েন্ট পেয়েছে। বলাবাহুল্য, মঙ্গলবার এই চারটি পরিত্যক্ত ম্যাচের কারণে গ্রুপ-বি থেকে উদয়পুর এবং গ্রুপ- সি থেকে সদর কোয়ার্টার-ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে।