নয়াদিল্লি, ১০ মে (হি.স.): শক্তি হারালেও, ঘূর্ণিঝড় ‘অশনি’ নিয়ে আশঙ্কা থাকছেই। দিল্লির মৌসম ভবনের সতকর্তা অনুযায়ী অন্ধ্রপ্রদেশ, ওডিশা ও পশ্চিমবঙ্গ সরকার পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে। ঘূর্ণিঝড়ের শঙ্কায় দক্ষিণ ভারতগামী একাধিক বিমান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুগামী বেশিরভাগ বিমান বাতিল করেছে একাধিক বিমান সংস্থা। যেহেতু বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণিঝড়টি, তাই ঝুঁকি নিতে চাইছে না কোনও সংস্থাই। জানা গিয়েছে, বিশাখাপত্তনমগামী ২৩টি উড়ান বাতিল করেছে ইন্ডিগো এয়ারলাইনস। সেই পথে হেঁটে এয়ার এশিয়া বিমান সংস্থাও অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাকগামী চারটি বিমান বাতিল করেছে।
পরিস্থিতির দিকে নজর রেখে চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ এখনও পর্যন্ত দশটি বিমান বাতিল করেছে। প্রত্যেক যাত্রীকেই বিমান সংস্থা গতকালই উড়ান বাতিলের কথা জানিয়ে দিয়েছে। সমুদ্রে ঘূর্ণিঝড় ‘অশনি’-র শক্তিক্ষয় হলেও অন্ধ্রপ্রদেশ, ওডিশা ও পশ্চিমবঙ্গে মূলত উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। ভারতীয় রেলও পরিস্থিতির উপর নজর রাখছে। ঝড়ের আশঙ্কা না থাকায় এখনই কোনও ট্রেন বাতিল করা হচ্ছে না। কিন্তু সমস্তরকম সাবধানতা অবলম্বন করা হচ্ছে বলে রেল সূত্রে খবর।

