এলাহাবাদ, ৯ মে (হি.স.) : উত্তরপ্রদেশে লখিমপুরে কৃষক হত্যার দায় পরোক্ষে কেন্দ্রীয় মন্ত্রীর উপরই চাপাল এলাহাবাদ হাইকোর্ট। সোমবার চার অভিযুক্তের জামিন বাতিল করে আদালত জানিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী কৃষকদের হুমকি না দিলে সেদিন হয়তো লখিমপুরে ওই ঘটনা ঘটত না। লখিমপুরে কৃষক হত্যার আগের দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি চাষিদের নাকি হুমকি দিয়েছিলেন। তাঁর সেই মন্তব্যের প্রতিবাদে লখিমপুরে জড়ো হয়েছিলেন কৃষকরা।
এদিন বিচারপতি দীনেশ কুমার সিং বলেন, উচ্চপদে বসা রাজনীতিকদের প্রকাশ্যে মন্তব্য করার সময় আরও যত্নশীল হওয়া দরকার। তাঁদের ভাষা হওয়া উচিত সংযত ও রুচিশীল। উচ্চপদে বসে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা তাঁদের পদমর্যাদা ও সম্মানের পক্ষে ভালো নয়। পাশাপাশি ১৪৪ ধারা জারি সত্ত্বেও লখিমপুরে রাজনৈতিক নেতাদের জমায়েতের বিষয়টিকে ভালোভাবে দেখেনি আদালত। বিস্ময় প্রকাশ করে আদালত জানিয়েছে, ওখানে যে ১৪৪ ধারা জারি রয়েছে, সেটা কি উপমুখ্যমন্ত্রীর জানা ছিল না? এটা তো অভাবনীয়। তবে এলাহাবাদ হাইকোর্ট সিটের তদন্তে সন্তোষ প্রকাশ করে জানিয়েছে, সিটের তদন্ত অবাধ, নিরপেক্ষ ও বিজ্ঞানভিত্তিক। অভিযুক্তদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্যপ্রমাণ চার্জশিটে পেশ করতে পেরেছেন তদন্তকারীরা।

