Bhagwant Mann : অরুণাচলে মৃত সুবেদারের পরিবারকে অনুদান ও সরকারি চাকরি ঘোষণা পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

চণ্ডীগড়, ৮ মে (হি.স.) : অরুণাচল প্রদেশের ভারতীয় সীমান্ত রেখায় জাতির সেবায় শহিদ জওয়ান সুবেদার হরদীপ সিংয়ের পরিবারকে এককালীন এক কোটি টাকার অনুদান এবং পরিবারের একজনের সরকারি চাকরির ঘোষণা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

রবিবার সাহসী জেসিও-র শোকাহত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, হরদীপ সিং দেশের ঐক্য রক্ষার জন্য সর্বোচ্চ উত্সর্গ করেছেন এবং তাঁর আত্মত্যাগ তাঁর সহযোদ্ধাদের আরও বেশি নিষ্ঠা ও প্রতিশ্রুতি দিয়ে তাদের দায়িত্ব পালন করতে অনুপ্রাণিত করবে।প্রসঙ্গত, হরদীপ সিং হোশিয়ারপুর জেলার গড়দিওয়ালা তহসিলের বারান্দা গ্রামের বাসিন্দা। তিনি বিবাহিত ছিলেন এবং তার স্ত্রী রবিন্দর কৌর, এক কন্যা ও এক পুত্র রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *