আমবাসা, ২৭ এপ্রিল : বিদ্যুৎ নিগমের গাফিলতির কারণে ধলাই জেলার আমবাসার ম্যাগজিন পাড়ায় পরিতোষ সূত্রধরের রান্নাঘরটি পুড়ে ছারখার হয়ে গেছে।
জানা গেছে, পরিতোষ সূত্রধরের রান্নাঘরের উপর দিয়ে একটি বিদ্যুৎ পরিবাহী তার বয়ে গেছে। রান্না ঘরের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুৎ পরিবাহি তার সরিয়ে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই তিনি বিদ্যুৎ নিগমের কাছে অনুরোধ জানিয়ে আসছিলেন। বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা ফিডকো এব্যাপারে কোন ধরনের উদ্যোগ গ্রহণ করেনি। সে কারণেই মঙ্গলবার রাতে রান্নাঘরের ওপর বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ে আগুন ধরে যায়। তাতে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।
স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। খবর পাঠানো হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনীর কর্মীরা ছুটে এসে আগুন আয়ত্তে আনেন। আগুন আয়ত্তে আনার আগেই রান্নাঘরটি পুরোপুরি ছারখার হয়ে যায়। তবে দমকল বাহিনীর তৎপরতার ফলে বাড়ির অন্যান্য ঘর এবং পার্শ্ববর্তী বাড়িঘর গুলিকে অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধ লক্ষাধিক টাকা বলে জানা গেছে। এই অগ্নিকাণ্ডের জন্য বিদ্যুৎ নিগমকে দায়ী করে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি উঠেছে।