Chess Competition : শেষ হলো শিশু দাবা প্রতিযোগিতা, রাজ্য সেরা অগ্রজিৎ, আর্শিয়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল।।অপরাজিত চ্যাম্পিয়ন শান্তিরবাজারের অগ্রজিৎ পাল এবং বিষ্ময় বালিকা আর্শিয়া দাস। রাজ্য অনূর্ধ্ব-‌১৪ দাবা প্রতিযোগিতায়। রবিবার এন এস আর সি সি-‌র দাবা হলঘরে হয় আসর। রাজ্য দাবা সংস্থার উদ্যোগে। তাতে বালক বিভাগে ২২ জন এবং বালিকা বিভাগে ১৩ জন দাবাড়ু অংশ নিয়েছিলো।

বালক বিভাগে ৫ রাউন্ডে পুরো ৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে অগ্রজিৎ পাল। ৪ পয়েন্ট পেয়ে অভিলাশ দে দ্বিতীয়, সাড়ে ৩ পয়েন্ট পেয়ে দেবজিৎ দে তৃতীয়, অভিজ্ঞান ঘোষ চতুর্থ এবং ৩ পয়েন্ট পেয়ে আয়ুষ সাহা চতুর্থ স্থান দখল করেছে। বালিকা বিভাগে প্রত্যাশিতভাবেই সেরা হয়েছে বিষ্ময় বালিকা আর্শিয়া দাস। ৪ রাউন্ডের আসরে ৩ রাউন্ড শেষে পুরো ৩ পয়েন্ট নিয়ে আর্শিয়ার সঙ্গে শীর্ষে ছিলো শুক্লা সেন (‌দে‌-‌র) গড়া ‌বিলোনিয়া শিশু দাবা আকাদেমির ছাত্রী বৈশালী দেবনাথ। দুরন্ত লড়াই করলেও শেষ পর্যন্ত আর্শিয়াকে আটকাতে পারেনি বৈশালী। ৪ পয়েন্ট পেয়ে মেট্রিক্স চেস আকাদেমির আদৃজা দেবনাথ দ্বিতীয়, শ্রেয়শী সাহা তৃতীয়, বৈশালী দেবনাথ চতুর্থ এবং সমৃদ্ধি ঘোষ পঞ্চম স্থান দখল করে।

এদিন খেলা পরিচালনা করেন আন্তরজাতিক আরবিটর প্রদীপ কুমার রায়। অনূর্ধ্ব-‌৮ বিভাগে নক্কারজনক আরবিটারিং করার পর বিনয় সিনহার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন অভিভাবকরা। যা রাজ্যের দাবার ইতিহাসে প্রথম। তাই এদিন রাজ্য সংস্থার পক্ষ থেকে ওই গুনধর আরবিটরকে আর পরিচালনা করার দায়িত্ব দেয়নি। সন্ধ্যায় আসর শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আসর শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রাজ্য সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌৮,১০,১২,১৪ এবং ১৮  বিভাগে বিজয়ী প্রথম ৪ দাবাড়ুকে পুরস্কৃত করা হয় এদিন।

প্রসঙ্গত:‌ রাজ্য আসরে প্রতি বিভাগের প্রথম দুই দাবাড়ু জাতীয় আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে। রাজ্য শিশু দাবা সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্য দাবা সংস্থার সচিব দীপক সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *