Antonio Guterres: আগামী সপ্তাহে ইউক্রেন যাচ্ছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব, ২৬ এপ্রিল যাবেন মস্কোতেও

নিউইয়র্ক, ২৩ এপ্রিল (হি.স.): আগামী সপ্তাহে ইউক্রেন যাচ্ছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আগামী ২৮ এপ্রিল ইউক্রেনে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করবেন তিনি, সাক্ষাৎ করবেন ইউক্রেনের বিদেশমন্ত্রীর সঙ্গেও। ইউক্রেন সফরের আগেই মস্কোতেও যাবেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মস্কো যাওয়ার কথা ২৬ এপ্রিল, রাশিয়ার রাজধানীতে গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বিদেশমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব।

ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার সামরিক অভিযানের পর বহু দিন হয়ে গিয়েছে, এমতাবস্থায় রাশিয়া ও ইউক্রেনে রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যুদ্ধ থামাতে তিনি অবদান রাখতে পারেন বলে অভিমত আন্তর্জাতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *