ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল।। রোমাঞ্চকর ম্যাচে অবশেষে জয় লাভ করলো ওয়াই সিসি দল। শুক্রবার বিলোনিয়াতে চলতি সিনিয়র ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে ওয়াই সিসি দল মুখোমুখি হয় দক্ষিণ বিলোনিয়া প্লে সেন্টারের। এই ম্যাচে ওয়াই সিসি দল ৫ রানের ব্যবধানে হারিয়ে দিলো সাউথ বিলোনিয়া দলকে। প্রথমে ব্যাট করে ওয়াই সিসি দল ৩১.৩ ওভারে সব কটি উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ২১২ রান। ব্যাট হাতে দলের পক্ষে রাজদীপ দত্ত সর্বাধিক ৮০ রান করে। তার এই ইনিংসে ৮ টি চারও দুটি ছয়ের মার সামিল রয়েছে।
এছাড়া অনিমেষ সাহা ৪৮, আকাশ দাস ১৪, শ্রীকান্ত দত্ত ২৮, রান করে। অতিরিক্ত ভরসা যোগায় ৩৮ রানের। বল হাতে দক্ষিণ বিলোনিয়ার হয়ে তিনটি করে উইকেট ভেঙে দেয় সত্যজিৎ পাল এবং রণজিৎ দেবনাথরা। এছাড়া রক্তিম দে দুটি উইকেট দখল করে। পাল্টা খেলতে নেমে দক্ষিণ বিলোনিয়া দল ৩৫ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২০৭ রানই করতে সক্ষম হয়। ব্যাটে সত্যজিৎ পাল দুর্দান্ত মেজাজে ১১২ রান করে। ৮৮বল খেলে ১৫ টি চার এবং ৪ টি ছয়ের মার সামিল।
এছাড়া রণজিৎ দেবনাথ ২৪, মিঠুন দে ১২, কান্তি পদ মজুমদার ১২ রান করে। শেষ পর্যন্ত ২০৭ রানে আটকে গেল দল। ব্যর্থ হয়ে গেল সত্যজিৎ পালের শতক। বিজয়ী দলের হয়ে আকাশ দাস একাই চারটি উইকেট ভেঙে দেয় বিপক্ষের। একটি করে উইকেটে ভাগ বসায় দেবরাজ দে, রাজদীপ দত্ত ও ঋষিরা।