লুধিয়ানা, ২০ এপ্রিল (হি.স.): পঞ্জাবের লুধিয়ানায় ঝুপড়িতে আগুন লেগে প্রাণ হারালেন একই পরিবারের ৭ জন সদস্য। মৃতরা সকলেই পরিযায়ী শ্রমিক। খুব কষ্টেই নিজেদের জীবিকা নির্বাহ করত তাঁরা। লুধিয়ানার টিব্বা রোডে পৌরসভার তাজপুর আবর্জনা ডাম্প ইয়ার্ডের কাছে নিজেদের কুঁড়েঘরে ঘুমিয়েছিলেন তাঁরা। কোনওভাবে ঝুপড়িতে আগুন লাগে। অগ্নিদগ্ধ্ হয়ে মৃত্যু হয়েছে একই পরিবারের ৭ জন সদস্যের।
টিব্বা থানার স্টেশন হাউস অফিসার রণবীর সিং জানিয়েছেন, আগুনে পুড়ে মৃত্যু হয়েছে স্বামী, স্ত্রী ও তাঁদের ৫ সন্তানের। মৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বুধবার ভোররাত থেকে সকালের মধ্যে কোনওভাবে ঝুপড়িতে আগুন লাগে। তখন সবাই ঘুমিয়েছিলেন। ঘুমের মধ্যেই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৭ জনের। মৃতদের নাম-সুরেশ (৫৪), রাউর দেবী (৫০), তাঁদের তিন মেয়ে রাখি (১৫), মণীষা (১০), চন্দা (৮) ও ছেলে সানি (২)।