বেজিং, ৬ এপ্রিল (হি.স.): করোনাভাইরাসের দৌরাত্ম্য বেড়েই চলেছে চিনে, বিগত ২৪ ঘন্টায় চিনে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ। বিগত দু’বছরের মধ্যে চিনে সর্বোচ্চ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তবে, শেষ ২৪ ঘন্টায় চিনে কারও মৃত্যু হয়নি। চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন বুধবার জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় চিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০,৪৭২ জন। এই সময়ে কারও মৃত্যু হয়নি।
সংক্ৰমণ বৃদ্ধির কারণে চিনের ‘শূন্য কোভিড’ কৌশল রীতিমতো চাপের মধ্যে রয়েছে। চিনে এই মুহূর্তে করোনা-সংক্রমণ বৃদ্ধির ক্ষেত্রে মূলত ওমিক্রন প্রজাতির হাত রয়েছে। নতুন করে আক্রান্ত ২০,৪৭২ জনের অধিকাংশের তেমন উপসর্গ নেই। বিগত ২৪ ঘন্টায় সবথেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন চিনের আর্থিক কেন্দ্র সাংহাইতে, যেখানে এখন লকডাউন লাগু রয়েছে। সাংহাইয়ের পরিস্থিতিই সবথেকে বেশি উদ্বেগজনক।