নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি. স.) : এবার দেশের জনগণনাও হবে ডিজিটাল মাধ্যমে। মঙ্গলবার সংসদে ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। এই ডিজিটাল জনগণনায় নিজেদের তথ্য নিজেরাই আপডেট করতে পারবেন আমজনতা। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
এদিন সংসদে নিত্যানন্দ রাই জানিয়েছেন,”দেশে প্রথমবার জনগণনা হতে চলেছে ডিজিটালি। সাধারণ মানুষের কাছেও নিজেদের তথ্য আপলোড করার সুযোগ থাকছে।” তিনি আরও জানিয়েছেন,”২০২১ জনগণনার অধীনে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করোনার জন্য অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে আছে।” সূত্রের খবর, কেন্দ্র চাইছে ডিজিটাল এবং আগের মতো কাগজে-কলমে নথিভুক্তিকরণ। দুই মাধ্যমেই জনগণনা হোক। তবে, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে সেনসাস এখনই শুরু হচ্ছে না। আপাতত মোদী সরকারের ফোকাস ডিজিটাল মাধ্যমেই।