Bhopal Government: ভোপালের প্রায় এক হাজার সরকারি কর্মচারীকে দুইটির বেশি সন্তান থাকার জন্য কারণ দর্শানোর নোটিশ

ভোপাল, ২ এপ্রিল (হি.স.) : মধ্যপ্রদেশের ভোপালে দুইটির বেশি সন্তান থাকার জন্য সরকারি শিক্ষক ও কর্মচারীদের কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

“আমরা তাদের কারণ দর্শানোর নোটিশ জারি করেছি। অনেকেই এখন কারণ উল্লেখ করছেন, নিয়মটি তাদের নিয়োগ পত্রে উল্লেখ করা হয়নি, সন্তানের জন্ম ইচ্ছাকৃত ছিল না বা তারা তাদের তৃতীয় সন্তান দিয়েছে।” বিদিশা শহরের ডিইও এ কে মোদগিল একথা বলেছেন।
তিনি বলেন, ২০০০ সালে মধ্যপ্রদেশ সরকার নির্দিষ্ট করেছিল, যদি কোনও কর্মচারীর ২৬ জানুয়ারী, ২০০১-এর পরে তৃতীয় সন্তানের জন্ম হয়, তবে সেই কর্মচারীরা চাকরির জন্য যোগ্য হবেন না। এ নিয়মের কথা প্রশাসন কর্মচারীদের জানায়নি বলে জানান শিক্ষা বিভাগের এই কর্তা।

তিনি আরও জানান, একজন বিধায়ক সম্প্রতি বিধানসভায় কর্মীদের সম্পর্কে তথ্য চেয়েছিলেন যাদের বিরুদ্ধে এই নিয়মের অধীনে ব্যবস্থা নেওয়া হয়েছিল। আমরা তথ্য সংগ্রহ করতে শুরু করেছি এবং সেখানে এক হাজার শিক্ষক এবং কর্মচারী রয়েছেন যাদের তিন বা তার বেশি সন্তান ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *