আহমেদাবাদ, ২ এপ্রিল (হি.স.): গুজরাটের আহমেদাবাদে সবরমতী আশ্রম ঘুরে দেখলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। শনিবার দুই রাজ্যের মুখ্যমন্ত্রী সবরমতী আশ্রম ঘুরে দেখেন। আশ্রমে চরকাও কাটেন দু’জনে। কেজরিওয়াল বলেছেন, আগেও সবরমতী আশ্রমে আমি এসেছি, এখানে আসলে মনে শান্তি অনুভূত হয়।
কেজরিওয়াল আরও বলেছেন, “গান্ধীজির দেশে জন্ম নেওয়ায় আমরা নিজেদের ধন্য মনে করি।” পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, “আমি শহিদদের ভূমি পঞ্জাব থেকে এসেছি। সেখানকার গ্রামে এখনও চরকা চালানো হয়। গুজরাটের মানুষও বিপ্লবী।” কেজরিওয়াল ও ভগবন্ত মান সবরমতী আশ্রমে গিয়ে বাপুকে এদিন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।