Congress president Adhir Ranjan Chowdhury : বহরমপুরে কংগ্রেস এজেন্টকে মারধর, এজেন্টদের বুথে বসালেন অধীর

বহরমপুর, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): বহরমপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের জিটি আই স্কুলে ৪৬ নম্বর বুথের ভেতরে কংগ্রেস এজেন্টকে ব্যপক মারধরের অভিযোগ উঠেছে। পাশাপাশি বহরমপুর পুরসভার একাধিক বুথ থেকে কংগ্রেস এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

পরে ঘটনাস্থলে যান অধীর চৌধুরী, কংগ্রেস সাংসদ নিজের গাড়িতে তুলে এজেন্টদের বুথে নিয়ে যান। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অধীর রঞ্জন বলেছেন, পুলিশের ভূমিকা নীরব দর্শকের। তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *