আমবাসা, ২৩ ফেব্রুয়ারি : প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহার এসকর্ট গাড়ি দুর্ঘটনায় চারজন টিএসআর জওয়ান গুরুতর ভাবে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার সকালে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা কৈলাসহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ধলাই জেলার কাঠালবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সরকারী গাড়ির সঙ্গে এসকর্ট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই চার জন টিএসআর জওয়ান গুরুতর ভাবে আহত হন। আহতদের উদ্ধার করে ধলাই জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।