উদয়পুর, ১৯ ফেব্রুয়ারি : বিশ্রামগঞ্জ থেকে উদয়পুর যাওয়ার পথে বাস গাড়ি থেকে এক মহিলার নগদ ১০ হাজার টাকা এবং তিন ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে চোরেরা। মহিলার নাম গীতা দেবনাথ। উদয়পুর জেলাশাসক অফিসে কর্মরত। বিশ্রামগঞ্জ থেকে গাড়িতে করে তিনি অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। রাস্তায় কোথাও তার ব্যাগ থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয় চোর। উদয়পুরে রাজারবাগ মোটর স্ট্যান্ড এ নামার পর তিনি বিষয়টি টের পান। এ ব্যাপারে রাধা কিশোর পুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।তবে চুরি যাওয়া টাকা এবং স্বর্ণালংকার উদ্ধার করার সংবাদ নেই। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
2022-02-19