নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): যান্ত্রিক ত্রুটির কারণে টেকঅফের কিছুক্ষণের মধ্যেই দিল্লি বিমানবন্দরে ফিরে এল ভিস্তারা ইউকে-৬৯৭ বিমান। ওই বিমানের গন্তব্য ছিল অমৃতসর, কিন্তু যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় কোনও রকম ঝুঁকি না নিয়ে দিল্লি বিমানবন্দরে বিমান ঘুরিয়ে আনেন চালক। যাত্রীদের জন্য অন্য একটি বিমানের ব্যবস্থা করা হয়।
ভিস্তারা বিমান কর্তপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার দিল্লি থেকে অমৃতসরগামী ভিস্তারা ইউকে-৬৯৭ বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইলট বিমান ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন, দিল্লি বিমানবন্দরে নিরাপদে ল্যান্ড করে। তৎক্ষণাৎ যাত্রীদের জন্য অন্য একটি বিমানের ব্যবস্থা করা হয়