ওয়াশিংটন, ১১ ফেব্রুয়ারি (হি.স.): ইউক্রেন সংক্রান্ত সঙ্কট আরও ঘণীভূত হয়েছে। ইউক্রেন নিয়ে ক্রমশ চড়ছে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে উত্তেজনার পারদ। এমতাবস্থায় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ইউক্রেনে থাকা নিজ দেশের নাগরিকদের অবিলম্বে ওই দেশ ছাড়ার আর্জি জানিয়েছেন। মার্কিন নাগরিকদের সতর্ক করে বাইডেন জানিয়েছেন, পরিস্থিতি খুব শীঘ্রই বিগড়ে যেতে পারে এবং এর ফলে আরও অনেক কিছুই হতে পারে। প্রেসিডেন্ট বাইডেন আরও বলেছেন, পরিস্থিতি একেবারেই স্বাভাবিক নয়। পরিস্থিতিতে দ্রুত বদল হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে মার্কিন নাগরিকদের এখন ইউক্রেন ছেড়ে চলে আসা দরকার।
বাইডেন আরও বলেছেন, রাশিয়া ইউক্রেন সংলগ্ন তাদের সীমান্তে প্রচুর সংখ্যায় সেনা মোতায়েন করেছে। তিনি বলেছেন, এমনটা নয় যে, আমরা কোনও সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে লড়াই করছি। আমরা বিশ্বের অন্যতম বৃহৎ সেনাবাহিনীর মোকাবিলা করছি। এটা সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি। এক্ষেত্রে সবকিছু দ্রুতই বদলে যেতে পারে। বাইডেন বলেছেন, ইউক্রেনে আমেরিকা সেনা পাঠাবে না, এমনকি রুশ হামলার ঘটনা ঘটলে মার্কিন নাগরিকদের উদ্ধারের জন্যও নয়। আমেরিকা ও রাশিয়া যখন একে অপরের মুখোমুখি হবে, তখন বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে। একইসঙ্গে বাইডেন আশা প্রকাশ করে আরও বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন কিছু করবেন না যাতে মার্কিন নাগরিকদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
উল্লেখ্য, ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় দেড় লক্ষ সেনা পাঠানোর পর শুরু হয়েছে আর এক ‘ঠান্ডা যুদ্ধ’। প্রথমে আলোচনার মাধ্যমে দুই পক্ষ এই পরিস্থিতি মিটিয়ে ফেলার কথা বললেও রুশ সেনা বাহিনী এখনও পিছু না হঠায় হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানাচ্ছেন, ইউক্রেন আক্রমণের কোনও পরিকল্পনা তাঁদের নেই। তবে, এত সংখ্যক সেনা টহল নিয়ে প্রশ্ন উঠছেই।