কলকাতা, ৬ ফেব্রুয়ারি (হি. স.): মৃত্যুর কাছে হার মেনে চিরঘুমে ডুব দিলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর । রবিবার ৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন লতা । দেশের কোকিলকণ্ঠীর প্রয়াণে শোকস্তব্ধ টলিউড ।
২৮ দিনের কঠিন লড়াইয়ের শেষে রবিবার মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালেই প্রয়াত হলেন ভারতরত্ন লতা মঙ্গেশকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। শনিবার দুপুরেই স্বাস্থ্যের অবস্থার অবনতি ঘটে তাঁর। রাতের দিকে অবস্থার উন্নতিও ঘটলেও রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন লতা ।লতার প্রয়াণে সংগীত মহল থেকেই সিনে মহল রাজনৈতিক মহল সর্বত্রই শোকের ছায়া ।
লতা মঙ্গেশকরের প্রয়ানে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় লেখেন, ”সরস্বতীর বিসর্জন”। টুইটে সুরসম্রাজ্ঞীকে প্রণাম জানিয়েছে প্রিয়াঙ্কা সরকার লেখেন, ”জীবন গান থমকে গিয়েছে জানি, তবু সুরের আকাশ জুড়ে তোমারই যাওয়া আসা, সুরের আকাশে শুকতারা তুমি, গানের হৃদয়ে ভালোবাসা। লতা মঙ্গেশকর, জানাই চির অম্লান প্রণাম”। লতা মঙ্গেশকরের গানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়ে তারকা-সাংসদ মিমি চক্রবর্তী লেখেন, ” তাঁর আত্মার শান্তি কামনা করি ”। অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় লেখেন, ”ভাল থেকো সরস্বতী”। শোকপ্রকাশ করে অভিনেতা সোহম চক্রবর্তী লেখেন, ”লতা মঙ্গেশকরের প্রয়াণে এক যুগের অবসান হল । ভারতীয় সঙ্গীত জগৎ আজ এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন । আমরা যা হারালাম তার আঘাত আমায় স্তব্ধ করেছে । আমার পরম সৌভাগ্য যে ছোটবেলায় তাঁর গাওয়া ২-৩ টি ছবির গানে আমি অংশ হতে পেরেছিলাম । তা আমার চির সম্পদ । মহা মানবীকে জানাই চির প্রণাম ”।