আলিপুরদুয়ার, ৫ ফেব্রুয়ারি (হি.স.): আলিপুরদুয়ার জেলায় ফালাকাটায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল তিনটি দোকান। শুক্রবার গভীর রাতে উমাচরনপুর এলাকায় আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় বলরাম রায় চৌধুরী এবং মদন রায় চৌধুরী নামে দুই ভাইয়ের তিনটি দোকান এবং গাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার প্রতিবেশী এক ব্যক্তি বিয়ের নিমন্ত্রণ খেয়ে ফিরছিলেন। তিনি প্রথম আগুন দেখতে পান। তিনি আশেপাশে এবং বাড়ির লোকজনকে খবর দেন।
খবর পেয়ে ফালাকাটা এবং জয়গাঁ থেকে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় বাসিন্দা এবং দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও দমকল দেরিতে পৌঁছোনোয় ক্ষোভ ছড়ায় এলাকাবাসীর মধ্যে। কিভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। জানা গিয়েছে, অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছে। পুড়ে গিয়েছে তিনটি দোকান ও একটি গাড়ি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।