গোরক্ষপুরে বিরোধীদের তোপ অমিত শাহের, বললেন বিজেপির ফের জিতবে ৩০০-র বেশি আসনে

গোরক্ষপুর, ৪ ফেব্রুয়ারি (হি.স.): গোরক্ষপুরের জনসভা থেকে বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। বললেন, উত্তর প্রদেশের মানুষ বিজেপির সঙ্গেই রয়েছে, বিজেপি আবারও ৩০০-র বেশি আসন জিততে চলেছে। শুক্রবার উত্তর প্রদেশের গোরক্ষপুরের সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “মোদীজি উত্তর প্রদেশেরই সাংসদ, তিনি সর্বদা বলেন উত্তর প্রদেশের প্রগতি না হওয়া পর্যন্ত দেশের উন্নয়ন সম্ভব নয়। মোদীজি সর্বদা দরিদ্র, অনগ্রসর, দলিত, আদিবাসীদের প্রগতির লক্ষ্যে কাজ করে চলছেন।” অমিত শাহ বলেছেন, “উত্তর প্রদেশের জনগণ ২০১৭ সালের বিধানসভা নির্বাচনেও ৩০০টির বেশি আসনে জিতিয়ে আমাদের সংখ্যাগরিষ্ঠতা দিয়েছিল। এরপর যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী করে বিজেপি। বর্তমানে বিরোধীদের কাছে কোনও ইস্যু নেই, তাঁরা মনে করছেন, করোনার জন্য সভা-সমাবেশ সীমিত হয়ে গিয়েছে, মানুষের মাঝে যেতে হবে না। আমি তাঁদের বলতে চাই, আপনারা যত ইচ্ছে অপপ্রচার করুন, উত্তর প্রদেশের মানুষ বিজেপির সঙ্গে আছে, বিজেপি আবারও ৩০০-র বেশি আসন জিততে চলেছে।”

অমিত শাহ আরও বলেছেন, “উত্তর প্রদেশে ইতিহাসের পুনরাবৃত্তি করতে চলেছে বিজেপি। ২০১৪, ২০১৭ এবং ২০১৯ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নকে বেছে নিয়েছিল উত্তর প্রদেশ এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রদান করেছিল। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মনোনয়ন পত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে বিজেপি ‘৩০০ পার’-এর সংকল্প নিয়ে এগিয়ে চলেছে।” অমিত শাহ আরও বলেছেন, “মাফিয়াদের এখন তিনটি স্থানে দেখা যায়-জেলের ভিতরে অথবা উত্তর প্রদেশের বাইরে, কিংবা সমাজবাদী পার্টির প্রার্থী তালিকায়। উত্তর প্রদেশে আগে রাজ্ করত মাফিয়ারা, পুলিশও ভয়ে ছিল। বর্তমানে থানায় গিয়ে আত্মসমর্পণ করছে মাফিয়ারা।” প্রসঙ্গত, এদিন গোরক্ষপুর আরবান আসন থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *