৭ ফেব্রুয়ারি স্কুল খুলছে দিল্লিতে, চলবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠনপাঠন

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): আগামী ৭ ফেব্রুয়ারি, সোমবার থেকে স্কুল খুলছে রাজধানী দিল্লিতে। ওই দিন থেকে দিল্লির সমস্ত স্কুলে শুরু হবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠনপাঠন। একইসঙ্গে অনলাইন ক্লাসও চলবে। শুক্রবার এমনটাই জানিয়েছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। দিল্লিতে করোনার প্রকোপ কমতেই স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। একইসঙ্গে সিসোদিয়া জানিয়েছেন, রাত এগারোটা অবধি খোলা রাখা যাবে সমস্ত রেস্তোরাঁ। ১০০ শতাংশ কর্মী নিয়ে চলতে পারবে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল। জিম এবং সুইমিং পুলও খোলার অনুমতি দেওয়া হয়েছে।

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ৭ ফেব্রুয়ারি থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য স্কুল খুলবে দিল্লিতে। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নার্সারি থেকে অষ্টম শ্রেণীর পঠনপাঠন। হাইব্রিড ক্লাস চলবে। ৭ ফেব্রুয়ারি থেকেই খুলবে সমস্ত কলেজ। অফলাইন ক্লাসে জোর দিতে বলা হবে তাঁদের। সিসোদিয়া আরও জানিয়েছেন, রাত এগারোটা অবধি খোলা রাখা যাবে সমস্ত রেস্তোরাঁ। ১০০ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল। জিম এবং সুইমিং পুলও খোলার অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *