ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমনে নিম্নমুখী প্রবণতা, কমল সংক্রমণের হার, কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও

আগরতলা, ৪ ফেব্রুয়ারি (হি. স.) : ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমণে নিম্নমুখী প্রবণতাই লক্ষ্য করা যাচ্ছে। শতাংশের হারেও কমেছে সংক্রমণ। তবে, মৃত্যু একই রয়েছে। তাতে, স্বস্তি মিলছে।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৮১৩ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ২৮৭৯ জনকে নিয়ে মোট ৩৬৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ৯ জন এবং রেপিড অ্যান্টিজেনে ৫৩ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলে গত ২৪ ঘণ্টায় মোট ৬২ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে। করোনার নমুনা পরীক্ষা কমেছে, ফলে সংক্রমিতের সংখ্যাও কিছুটা কমেছে। তেমনি দৈনিক সংক্রমণের হার কিছুটা বেড়ে হয়েছে ১.৬৮ শতাংশ। গতকাল ৩২৮৭ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের দেহে নতুন করে করোনার সংক্রমণের খোজ মিলেছিল এবং দৈনিক সংক্রমণের হার ছিল ২.০৭ শতাংশ। মৃত্যু হয়েছিল ১ জনের।


এদিকে, সুস্থতা স্বস্তি দিয়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ৭০৩ জন করোনার সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। তাতে বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১৭২৬ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০০৫৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৯৭৮৭৮ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.২৭ শতাংশ। তেমনি, সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৩৭ শতাংশ। এদিকে ০.৯১ শতাংশ হয়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৯১২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, পশ্চিম জেলাই করোনা সংক্রমণে শীর্ষস্থান দখলে রেখেছে। তবে, সংক্রমণের সংখ্যা অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ১৯ জন, উত্তর জেলায় ১৬ জন, সিপাহীজলা জেলায় ৫ জন, দক্ষিণ জেলায় ৮ জন, ধলাই জেলায় ৩ জন, ঊনকোটি জেলায় ১ জন, খোয়াই জেলায় ৩ জন এবং গোমতি জেলায় ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *