গুয়াহাটি, ১৮ জানুয়ারি (হি.স.) : প্রায় ৩০ ঘণ্টার মধ্যে ফের ভূমিকম্পের ঝাকুনিতে কেঁপে উঠেছে উত্তর-পূৰ্বাঞ্চলের তিন রাজ্য অরুণাচল প্রদেশ, মিজোরাম এবং মণিপুর। আজ মঙ্গলবার ভোর ৪-টা ২৯ মিনিট ৩০ সেকেন্ডে অরুণাচল প্রদেশের লেপা-রাডা জেলার বাসার এলাকায় রিখটার স্ক্যালে ৪.৯, মিজোরামের চাম্পাই এবং মণিপুরের চূড়াচাঁদ জেলায় সকাল ৭-টা ৫২ মিনিট ১৪ সেকেন্ডে ৪.৩ ম্যাগনিটিউডের ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে মৃদু ভূকম্পের ফলে কোনও রাজ্য থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস) অফিশিয়াল ট্যুইটারে এই খবর দিয়ে যে তথ্য প্রকাশ করেছে সে অনুযায়ী, প্ৰথম ভূমিকম্পের ঝটকা লেগেছে অরুণাচল প্ৰদেশের লেপা-রাডা জেলার বাসার এলাকায় ভোর ৪-টা ২৯ মিনিট ৩০ সেকেন্ডে ম্যাগনিটিউডের ৪.৯। এর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর এদিন সকাল ৭-টা ৫২ মিনিট ১৪ সেকেন্ডে মিজোরামের চাম্পাই এবং মণিপুরের চূড়াচাঁদ জেলায় ৪.৩ ম্যাগনিটিউডের ভূমিকম্প অনুভূত হয়েছে।
এদিকে এনসিএস-এর জনৈক উচ্চপদস্থ আধিকারিকের কাছে জানা গেছে, অরুণাচল প্রদেশে সংঘটিত ভূমিকম্পের মূল উৎসস্থল ছিল প্রতিবেশী চিন। এর ঝটকায়ে কেঁপে উঠেছিল অরুণাচল প্রদেশের লেপা-রাডা জেলার বাসার এলাকা। বাসারের উত্তর-উত্তর-পশ্চিম অঞ্চল থেকে ১৪৮ দূরে ভূগৰ্ভের ১০ কিলোমিটার গভীরে ২৯.১৬ উত্তর অক্ষাংশ এবং ৯৩.৯৭ দ্রাঘিমাংশে কম্পনের উৎপত্তিস্থল ছিল।
তিনি জানান, এছাড়া মণিপুরের চূড়াচাঁদ জেলায় সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূগৰ্ভের ১৫ কিলোমিটার গভীরে উত্তর অক্ষাংশ ২৪.০৭ এবং দ্রাঘিমাংশ ৯৩.৬২।
তাছাড়া মিজোরামের চাম্পাই জেলায় সংঘটিত ৪.৩ প্রাবল্যের ভূমিকম্পের মূল উৎসস্থল ছিল পার্শ্ববর্তী মায়ানমার। মিজোরামের নোপা এলাকার পূর্ব-উত্তর-পূর্বাঞ্চল থেকে ৪৬ কিলোমিটার দূরে ভূগৰ্ভের ১৫ কিলোমিটার গভীরে ২৪.৭০ উত্তর অক্ষাংশ এবং ৯৩.৬২ দ্রাঘিমাংশে সংঘটিত হয়েছে ভূমিকম্প।
প্রসঙ্গত, গতকাল ১৭ জানুয়ারি দক্ষিণ অসমের কাছাড় জেলায় ভোররাত ২-টা ১১ মিনিট ৩ সেকেন্ডে ৩.৫ প্রাবল্যের এবং প্রায় আধঘণ্টার মধ্যে ২-টা ৩৯ মিনিট ২৫ সেকেন্ডে ৩.৮ প্ৰাবল্যের দ্বিতীয় ভূমিকম্প সংঘটিত হয়েছে মণিপুরের কাংপোকপি জেলায়।
উল্লেখ্য, ইংরেজি নতুন বছর ২০২২ সালের প্রথম মাসে এ নিয়ে চারবার ভূমিকম্প সংঘটিত হয়েছে মণিপুরে। প্রথম দুটি ভূমিকম্প হয়েছে চলতি বছরের ৪ জানুয়ারি রাজ্যের টেমেংলং ও চান্দেল জেলার, ১৬ জানুয়ারি কেমজং জেলায় এবং আজ চূড়াচাঁদ জলায়। তবে গত বছরের অক্টোবর থেকে আজ পর্যন্ত ২৭ বার ভূমিকম্পে কেঁপেছে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য অসম, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম। তবে ভূমিকম্পগুলির তীব্রতা কম থাকায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

