Purchasing : জোলাইবাড়ী মোটর স্ট্যান্ড সংলগ্ণ এলাকায় শুরু হল সরকারিভাবে ধান ক্রয়ের প্রক্রিয়া

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৬ জানুয়ারি৷৷ রাজ্যসরকার কৃষকদের আয় দ্বীগুন করতে নানান পরিকল্পনা হাতেনিয়েছে৷ এরইমধ্যে সরকারিভাবে এফ সি আই এর মাধ্যমে কৃষকদের উৎপাদিত ধান ক্রয়ের পক্রিয়া শুরুহলো৷ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর মোটরস্ট্যান্ড সংলগ্ণ এলাকায় এক অনুষ্ঠানের মধ্যদিয়ে আজথেকে শুরু হলো সরকারিভাবে ধানক্রয়ের পক্রিয়া৷


আগামী ২২ তারিখ পর্যন্ত চলবে এই ধানক্রয়েরকাজ৷ কৃষিদপ্তর ও এলাকার জনপ্রতিনিধিদের যৌথ উদ্দ্যোগে পকৃত কৃষদের বাছাইকরে ধানক্রয়ের কাজ শুরু করাহয়েছে৷ বগাফা কৃষিদপ্তরের তত্বাবধায়ক সুজিত কুমার দাসের অক্লান্ত পরিশ্রমে বিগতদিনেও শান্তির বাজার ও বাইখোড়া এলাকায় পৃথকভাবে সরকারিভাবে ধানক্রয়করাহয়েছে যারমধ্যে পকৃত কৃষকদের বাছাইকরে ধানক্রয় করাহয়েছে৷ বর্তমানে জোলাইবাড়ীতেও কৃষি আধিকারিক ও এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে চলছে সরকারিভাবে ধানক্রয়েরকাজ৷ আজকের এই প্রথনদিনের ধানক্রয়কাজের শুভসূচনার অনুষ্ঠানে উপস্থিতছিলেন জোলাইবাড়ী ব্লকের এগ্রিস্টেন্ডিং কমিটির চেয়ারম্যান বিকাশ বৈদ্য, এলাকার বিশিষ্ট সমাজসেবী অজয় রিয়াং, বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত সহ অন্যান্যরা৷


সরকারিভাবে ধানক্রয়ের জন্য সংবদমাধ্যমের সন্মুখিনহয়ে এগ্রিস্টেন্ডিং কমিটির চেয়ারম্যান বিকাশ বৈদ্য রাজ্য সরকারের এই উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়েছেন৷তারপাশাপাশি তিনি জানান পকৃত কৃষদের ধানক্রয়ের ব্যাবস্থাকরাহয়েছে তারজন্য তিনি কৃষি মন্ত্রী ও কৃষি দপ্তরকে ধন্যবাদ জানান৷ অপরদিকে কৃষানমোর্চার উদ্দ্যোগে ধানক্রয়ের কাজে আগত কৃষক ও শ্রমিকদেরজন্য পানিয় জলের ব্যাবস্থা করাহয়েছে৷