Injured : কল্যাণপুরে যান দুর্ঘটনায় আহত পাঁচ

নিজস্ব প্রতিনিধৃি কল্যাণপুর ২৬ নভেম্বর৷৷ বিকট শব্দে গাড়ি চালকের অসাবধানতা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় ২০ ফুট নিচে পড়ল৷ ঘটনা কল্যাণপুর থানা এলাকার তেলিয়ামুড়া খোয়াই সড়কের উপর কল্যাণপুর জল দপ্তরের পাশে৷ পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার রাতে টট্টঞ্জ১ঙ্ট্ট ০৬৮০ নম্বরে একটি গাড়ি থেকে তেলিয়ামুড়া যাবার পথে কল্যাণপুর জল দপ্তর এর পাশে খোয়াই তেলিয়ামুড়া সড়কের উপর গাড়ি বাঁক নিতে গিয়ে চালকের অসাবধানতা গাড়িটি রাস্তার উপর থেকে প্রায় ২০ ফুট নিচে নৃপেন্দ্র কপালির বাড়িতে পড়ে যায় বিকট শব্দে৷

পথচলতি সহ আশপাশের মানুষ দৌড়ে ছুটে আসেন ঘটনাস্থলে৷ শুরু হয় চিৎকার-চেঁচামেচি৷ গাড়ির ভেতরে চালকসহ ৫ জন যাত্রী ছিল৷ খবর দেওয়া হয় দমকল বাহিনীকে৷ দমকল বাহিনী এসে আহতদের কল্যাণপুর হাসপাতলে নিয়ে যায়৷ আহত হয় ৫ জন৷ এরমধ্যে বেশি আঘাত লাগে সুরজিৎ রায় বয়স ৩২৷ শিউলি রানী দাস বয়স ৩২৷ টুম্পা আচার্য বয়স ১৮৷ বাকিদের নাম জানা যায়নি৷ খবরে জনমনে বেশ চাঞ্চল্য তৈরি হয় রাতে৷ প্রশ্ণ হচ্ছে ফাঁকা রাস্তায় গাড়িটি কিভাবে নিচে পড়ল৷ আরো বিভিন্ন প্রশ্ণ উঁকি দিচ্ছে৷ কল্যাণপুর থানার পুলিশ তদন্তে নেমেছে৷ গাড়িটি পাল্টি খেয়ে বেশ কিছু সময় নিচে পড়েছিল৷ পরে স্থানীয় মানুষের গাড়িটিকে ঠিক করে৷ মাত্রা অতিরিক্ত স্পিড এর কারনে কি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ল না অন্য কোনো কারণ ? এদিকে অল্পেতে রক্ষা পেল নৃপেন্দ্র কপালীর বাড়ির লোকজন৷