নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি. স.) : আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে আন্তর্জাতিক বিমান পরিষেবা। শুক্রবারকেন্দ্রীয় অসমারিক বিমান চলাচল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক উড়ান পরিষেবা পুনরায় শুরু করার ব্যাপারে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রকের পদস্থকর্তারা বৈঠক করেন। সেই বৈঠকে আন্তর্জাতিক উড়ান পরিষেবা শুরু করা নিয়ে আলোচনা হয়।
এদিন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সঙ্গে অসামরিক বিমান চলাচল মন্ত্রকের পদস্থ কর্তারা কথা বলেন। কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক থেকে বিবৃতি জারি করে জানায়, ‘ভারত থেকে এবং ভারতে আসার আন্তর্জাতিক উডা়ন পরিষেবা পুনরায় শুরু করা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সঙ্গে কথা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতেই আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে আন্তর্জাতিক উড়ান পরিষেবা।’ প্রসঙ্গত, গত মার্চে লকডাউন ঘোষণার পর দেশীয় এবং অন্তর্দেশীয় উড়ান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।