রেওয়ারি, ১৩ নভেম্বর (হি.স.): বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হতে পারে হরিয়ানার রেওয়ারি-সহ ৭-৮টি রেল স্টেশন। রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির থেকে এমনই তথ্য পাওয়ার পর হরিয়ানার বিভিন্ন রেল স্টেশনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সন্দেহ হওয়ায় যাত্রীদের ব্যাগ ও অন্যান্য সামগ্রী খতিয়ে দেখা হয়েছে। রেওয়ারি-সহ হরিয়ানার প্রায় সমস্ত স্টেশনেই বাড়ানো হয়েছে নিরাপত্তা।শনিবার রেওয়ারি স্টেশনের আরপিএফ ইন্সপেক্টর প্রদীপ কুমার জানিয়েছেন, রেওয়ারি-সহ হরিয়ানার ৭-৮টি রেল স্টেশন বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির থেকে এমনই তথ্য পাওয়ার পর হরিয়ানার বিভিন্ন রেল স্টেশনে বাড়ানো হয়েছে নিরাপত্তা। যাত্রী ও তাঁদের সঙ্গে থাকা লাগেজ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছে।
2021-11-13