Chris Gayle did not retire : ‘বিদায়’ জানিয়েও ক্রিকেট থেকে অবসর নিলেন না ক্রিস গেইল

নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স) : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ম্যাচই তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ বলে ইঙ্গিত দিয়েছিলেন ক্রিস গেইল। আউট হয়ে মাঠ ছাড়ার সময় হাত নেড়ে দর্শকদের ধন্যবাদ জানান, নিজের গ্লাভস দিয়ে দেন দর্শকদের। কিন্তু তাঁর অবসরের সব জল্পনা নাকচ করে দেন গেল নিজেই।

গেইল বলেন, “এটাই বিশ্বকাপে আমার শেষ ম্যাচ নয়। আমি আরও একটা বিশ্বকাপ খেলতেই পারি। কিন্তু আমার মনে হয় না সেটা হবে। আমি অবসর ঘোষণা করিনি। জামাইকাতে ঘরের মাঠে একটা ম্যাচ খেলতে চাই, যাতে সেখানকার মানুষকে বলতে পারি, ‘ধন্যবাদ তোমাদের সকলকে।”


২০১৯ সালে গেল দু’বার অবসর ঘোষণা করেন, কিন্তু আবার ফিরেও আসেন। ২০১৪ সালের পর আর টেস্ট ম্যাচ খেলেননি গেইল। এক দিনের ক্রিকেটে শেষ ম্যাচ খেলেছেন ২০১৯ সালে। ২১ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে এক দিনের ক্রিকেটে ১০ হাজারের উপর রান করেছেন তিনি। টি২০ ক্রিকেটে হাজারের উপর ছয় মারার রেকর্ড রয়েছে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *