ফিরোজাবাদ, ১৮ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের ফিরোজাবাদ জেলায়, আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে যাত্রীবোঝাই বাস উল্টে প্রাণ হারালেন ওই বাসের চালক-সহ দু’জন। এছাড়াও কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। অসম থেকে আসা দুর্ঘটনাগ্রস্ত বাসটি দিল্লি অভিমুখে যাচ্ছিল। ২৪ জনের মধ্যে ১২ জনকে সাইফাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
পুলিশ সুপার অখিলেশ নারায়ণ জানিয়েছেন, ৩৫ জন শ্রমিককে নিয়ে দিল্লিতে যাচ্ছিল বাসটি। বুধবার সকালে ফিরোজাবাদ জেলার নাসীরপুরে পৌঁছয় বাসটি। চালক ঘুমিয়ে পড়েন, তখনই আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের উপর ডিভাইডারে ধাক্কা মারে বাসটি ও উল্টে যায়। মৃত্যু হয় বাসের চালক ও একজন মহিলার।