পোর্ট-অ-প্রিন্স, ১৮ আগস্ট (হি.স.): ভূমিকম্পে লণ্ডভণ্ড হাইতিতে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা। গত শনিবারের ৭.২ তীব্রতার ভূমিকম্পে হাইতিতে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৯৪১। আহতের সংখ্যা প্রায় ১০ হাজার। আশ্রয়হীন অসংখ্য মানুষ, বহু মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। মৃতের সংখ্যা সর্বাধিক হাইতির দক্ষিণে। ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির পাশাপাশি ক্ষয়ক্ষতিও হয়েছে প্রচুর, খাবার ও পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। মাটিতে মিশে গিয়েছে হাজার-হাজার বাড়ি।
গত শনিবার ৭.২ (স্থানীয় সময় সকাল ৮.৩০) তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে হাইতি। তারপর বারবার অনুভূত হয়েছে আফটারশক। সবচেয়ে ক্ষতি হয়েছে দেশের দক্ষিণ প্রান্তের, পশ্চিম প্রান্তের ক্ষতিও কম হয়নি। ধুলোয় মিশে গিয়েছে একাধিক শহরের ঘরবাড়ি। প্রায় ১০ হাজার মানুষ আহত হওয়ায়, হাসপাতালে রোগীদের ভর্তি করার জায়গা নেই। এখনও বহু মানুষ নিখোঁজ, তাই আরও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।