১.৩৭-লক্ষাধিক দৈনিক সংক্ৰমণ, আমেরিকায় কোভিডে ৮৭৩ জনের মৃত্যু

ওয়াশিংটন, ১৮ আগস্ট (হি.স.): কোভিড-১৯ ভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে আমেরিকায়, বিগত ২৪ ঘন্টায় ১.৩৭-লক্ষের বেশি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। আগের দিনের তুলনায় অনেকটাই বেড়েছে নতুন আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় করোনা কেড়ে নিয়েছে ৮৭৩ জনের প্রাণ। এই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ১,৩৭,৩০৭ জন। আমেরিকায় সময় অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নতুন করে ৮৭৩ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৬ লক্ষ ৪০ হাজার ০৯৩ জনের।

আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৩৭,৩০৭ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৯৭৩ জনের। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩৭,৮৯৬,৫৮২-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৩০,২৮৯,৯৮৯ জন। চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৬,৯৬৬,৫০০-তে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *