নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে আগামী ১৫ আগস্ট ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হবে৷ স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগরতলায় আসাম রাইফেল ময়দানে৷
সকাল ৯ টা ১০ মিনিটে আসাম রাইফেল ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি আরক্ষা বাহিনীর সেলামি প্যারেড পরিদর্শন করবেন এবং রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সমর শিক্ষার্থী বাহিনীর কেডেট এবং আধিকারিকদের পদক প্রদান করবেন৷ সকাল সাড়ে ১০ টায় আসাম রাইফেল ময়দানে তথ্য ও সংস্ক’তি দপ্তরের ব্যাবস্থাপনায় ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ সমগ্র অনুষ্ঠানটি কোভিড আচারনবিধি মেনে পালন করা হবে৷
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ১৫ আগস্ট সকাল ৭ টায় সচিবালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করবেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ সকাল ৭ টায় প্রত্যেক সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ জাতীয় পতাকা উত্তোলন করবেন৷ সকাল ৮টায় সার্কিট হাউস সংলগ মহাত্মা গান্ধীর মূর্ত্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য৷ সকাল ৮ টা ১৫ মিনিটে গান্ধীঘাটস্থিত গান্ধীবেদিতে মাল্যদান করে শ্রদ্ধা’াপন করবেন রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য৷