নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৯ জুন।। চোরের দল এক শ্রমিকের বাইক নিয়ে পালালো ঘটনা আমতলী থানাধীন ফুলতলী এলাকায়। সেই যুবকের নাম পাপ্পু মিয়া। তার বাইক নম্বর টিআর০১এজে৬৭৩৯। ঘটনার বিবরণে জানা যায় সেই যুবক ফুলতলী এলাকায় নিজ বাইক নিয়ে এসে আর তার বাইক রেখে এক মালিকের গাড়ি নিয়ে বালি আনতে গিয়েছিলো।
পরবর্তী সময়ে এসে দেখতে পায় তার সেই বাইকটি আর নেই। পরবর্তী সময়ে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন।পরবর্তী সময়ে পুলিশ এসে তদন্ত চালাচ্ছে। এদিকে জানা যায় গত কয়েকদিন যাবত ফুলতলী মতিনগর এলাকায় চোরের দল হানা দিয়ে কয়েকটি বাড়িতে গিয়েছিল কিন্তু বারবার ব্যর্থ হয়। অবশেষে সে শ্রমিকের বাইক নিয়ে পালালো চোরের দল। সেই যুবকের বাড়ি পশ্চিম গকুলনগর এলাকায়।

