নয়াদিল্লি, ১৪ জুলাই (হি.স.): বিভিন্ন রাজ্যে টিকার ঘাটতি নিয়ে কেন্দ্রকে ফের আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার টুইট করে রাহুল গান্ধী লিখেছেন, “শুধুই জুমলা (ভাষণ), ভ্যাকসিন নেই!” এদিন একটি মিডিয়া রিপোর্ট নিজের টুইটারে হ্যান্ডেলে আপলোড করেছেন রাহুল গান্ধী। ওই মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দিল্লি-সহ বেশ কিছু রাজ্যে ভ্যাকসিনের ঘাটতি রয়েছে, কিন্তু কেন্দ্র তা অস্বীকার করেছে।
ওই মিডিয়া রিপোর্টের প্রেক্ষিতে রাহুল এদিন টুইট করে লিখেছেন, “শুধুই জুমলা (ভাষণ), ভ্যাকসিন নেই!” ‘কোথায় ভ্যাকসিন’ এই হ্যাসট্যাগ ব্যবহার করে রাহুল টুইট করেছেন। প্রসঙ্গত, টিকাকরণ নিয়ে কেন্দ্রকে লাগাতার আক্ৰমণ শানাচ্ছে কংগ্রেস-সহ বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, টিকার ঘাটতির পাশাপাশি ধীরে ধীরে চলছে টিকাকরণ অভিযান।