নয়াদিল্লি, ৩১ জানুয়ারি : ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ (critical minerals) এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়, যা ভারত–ওমান কৌশলগত অংশীদারিত্বের গভীরতা তুলে ধরে।
সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ‘এক্স’-এ জয়শঙ্কর লেখেন, “আজ সকালে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত। বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আমাদের আলোচনা আমাদের কৌশলগত অংশীদারিত্বের পারস্পরিক আস্থা ও স্বাচ্ছন্দ্যকে প্রতিফলিত করেছে।”
বদর আলবুসাইদি শনিবার দ্বিতীয় ভারত–আরব পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক (IAFMM)-এ যোগ দিতে নয়াদিল্লিতে আসেন। তাকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় (MEA) জানায়, এই সফর ভারত ও ওমানের বহুমুখী কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করবে।
এর আগে শুক্রবার জয়শঙ্কর নয়াদিল্লিতে আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গেইত-এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর তিনি এক্স-এ জানান, উভয়পক্ষের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কমোরোসের পররাষ্ট্রমন্ত্রী মবায়ে মোহাম্মদ, সুদানের মোহিয়েলদীন সালিম আহমেদ ইব্রাহিম, লিবিয়ার এলতাহের এস. এম. এলবাউর, সোমালিয়ার আব্দিসালাম আলি, এবং প্যালেস্টাইনের পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী বিষয়ক মন্ত্রী ভারসেন আগাবেকিয়ান-এর সঙ্গেও পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানো এবং বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব গভীর করার ওপর জোর দেওয়া হয়।
উল্লেখ্য, ভারত শনিবার দ্বিতীয় ভারত–আরব পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আয়োজন করছে। ভারত ও সংযুক্ত আরব আমিরাত যৌথভাবে আয়োজিত এই বৈঠকে আরব লিগভুক্ত দেশগুলির পররাষ্ট্রমন্ত্রী এবং আরব লিগের মহাসচিব অংশ নিচ্ছেন।
প্রায় এক দশক পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে; প্রথম বৈঠকটি হয়েছিল ২০১৬ সালে বাহরাইনে। তখন অর্থনীতি, জ্বালানি, শিক্ষা, গণমাধ্যম ও সংস্কৃতি—এই পাঁচটি ক্ষেত্রে সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল।
MEA জানিয়েছে, ভারত–আরব পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকই এই অংশীদারিত্ব পরিচালনার সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া, যা ২০০২ সালের মার্চে ভারত ও আরব লিগের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে আনুষ্ঠানিক রূপ পায়।

