আগরতলা, ৩১ জানুয়ারি: গত ডিসেম্বর মাসে চুরি যাওয়া দুটি বাইক সহ ছয়জন চোরকে আটক করতে সক্ষম হয় এনসিসি থানার পুলিশ। এই সাফল্যের পর ধৃত চোরদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে পুলিশের।
এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সংশ্লিষ্ট মহকুমার এসডিপিও সুব্রত বর্মন। তিনি জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও চারটি চুরি যাওয়া বাইক উদ্ধার করা হয় এবং আরও একজন চোরকে আটক করতে সক্ষম হয় এনসিসি থানার পুলিশ। এর পাশাপাশি গোয়ালাবস্তি এলাকা থেকে চুরি যাওয়া একটি স্বর্ণের চেইনও উদ্ধার করা হয়েছে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরি ও অপরাধমূলক কার্যকলাপ রুখতে আগামী দিনেও এ ধরনের অভিযান ও তৎপরতা আরও জোরদার করা হবে।

