আগরতলা, ২৯ জানুয়ারি: আগরতলা টাউন হলের নাম পরিবর্তনের উদ্যোগের তীব্র বিরোধিতা করলেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আজ আগরতলা টাউন হলের নামকরণ সংক্রান্ত বিষয় নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
জিতেন্দ্র চৌধুরী বলেন, বর্তমান সরকার আগরতলা শহরের ঐতিহ্যবাহী টাউন হলের নাম পরিবর্তন করে ডা. শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করার যে উদ্যোগ নিয়েছে, তা সরকারের ব্যর্থতা ও ইতিহাসবিমুখ মানসিকতারই পরিচয়। তাঁর মতে, ডা. শ্যামাপ্রসাদ মুখার্জির নামে যদি নতুন কোনো হল নির্মাণ করে নামকরণ করা হতো, তাহলে সেটি আরও গ্রহণযোগ্য ও সম্মানজনক হতো।
তিনি স্পষ্টভাবে জানান, বহুদিনের ঐতিহ্য বহনকারী আগরতলা টাউন হলের নাম পরিবর্তন কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এ ধরনের সিদ্ধান্ত শহরের ঐতিহাসিক পরিচয় ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে ক্ষুণ্ণ করবে বলেও মন্তব্য করেন বিরোধী দলনেতা।
এদিন একই সঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেশের সার্বিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন সিপিআই(এম)-এর কেন্দ্রীয় কমিটির আমন্ত্রিত সদস্যা বৃন্দা কারাত। তিনি বর্তমান জাতীয় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করেন।
আগরতলা টাউন হলের নাম পরিবর্তন নিয়ে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। বিষয়টি নিয়ে আগামী দিনে রাজনৈতিক মহলে আরও আলোচনার সম্ভাবনা রয়েছে।

