ঘৃণার বদলে ভালোবাসার বার্তা প্রদ্যোতের, জনজাতিদের উন্নয়নে একাধিক উদ্যোগ গ্রহণের আশ্বাস

আগরতলা, ২৯ জানুয়ারি: ঘৃণার বদলে ভালোবাসার বার্তা দিলেন প্রদ্যোত কিশোর দেববর্মন। তিনি সকল ত্রিপুরাবাসীকে ভালবাসেন। যারা রাজনীতির জন্য তাকে ঘৃণা করেন, তাদের ধৃণার বদলে ভালোবাসার মাধ্যমে তিনি পরির্বতন করার চেষ্টা করবেন। আজ আস্তাবল ময়দানে এডিসির উদ্যোগে ই-রিক্সা বিতরণ অনুষ্ঠানে একথা বলেন প্রদ্যোত কিশোর দেববর্মন।

বেকারদের স্বনির্ভর করার লক্ষ্যে ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদের পক্ষ থেকে এদিন ১৬১ টি ই রিক্সা বিতরণ করা হয় বেকারদের মধ্যে। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এই দিনের এই অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন প্রদ্যোত কিশোর বর্মন, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়া, পূর্ণ মন্ত্রী বৃষকেতু দেববর্মা, ই,এম কমল কলই, বিধায়ক রঞ্জিত দেববর্মা সহ ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অন্যান্য আধিকারিকরা। উপস্থিত ছিলেন প্রদ্যোত কিশোরের মা বিভুকুমারী দেবীও।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদ্যোত বলেন, কারো ব্যাপারে ঘৃণা ছড়াতে চান না তিনি। সকল ত্রিপুরাবাসীকেই তিনি ভালোবাসেন। নাম না করে তিনি বিজেপির উদ্দেশ্যে বলেন, অনেকেই রাজনীতির স্বার্থে মাঝেমধ্যে অনেক ধরনের কথা বলে থাকেন। যারা তাকে ঘৃণা করেন তাদের বদলে ভালোবাসার মাধ্যমে পরিবর্তন করার চেষ্টা করবেন তিনি।

ই- রিক্সা বিতরণ সর্ম্পকে তিনি বলেন, এদিন ১৬১ টি ই – রিক্সা বিতরণ করা হয়েছে। সম্প্রতি আরও ১৬০০ টি অটো প্রদান করা হবে। মূলত এডিসির যুব সমাজের রোজগার বৃদ্ধি, কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন এছাড়াও এডিসির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। যারা বলেন এডিসির উন্নয়ন হচ্ছে না, এটা ভুল কথা বলছেন। গ্রামীন এলাকার কৃষকদের জন্য শহরে কোল্ড স্টোরেজ, পর্যটনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য যাত্রীবাহী গাড়ি সহ আরো বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে দিন আশ্বাস প্রদান করলেন প্রদ্যোত কিশোর দেববর্মন।

Leave a Reply