আগরতলার পথ কুকুরদের শেল্টার হাউসে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে: মেয়র

আগরতলা, ২৯ জানুয়ারি: আগরতলার পথ কুকুরদের শেল্টার হাউসে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বৃহস্পতিবার আগরতলার পুর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত এক বৈঠক শেষে একথা জানান মেয়র দীপক মজুমদার। পথ কুকুর সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশের পরই রাজ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিনের বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের কমিশনার, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকরা এবং আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা।

এদিনের বৈঠক শেষে সংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার জানান, আগরতলা শহরের পথ কুকুরগুলিকে ধাপে ধাপে শেল্টার হাউসে স্থানান্তরিত করা হবে। সেখানে কুকুরগুলির যথাযথ পরিচর্যা, জন্ম নিয়ন্ত্রণ, চিকিৎসা ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি খাদ্য ও নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এছাড়াও প্রতিটি ওয়ার্ডে পথ কুকুর সংক্রান্ত জনসচেতনতা প্রচার চালানোর উপর গুরুত্ব আরোপ করা হয়, যাতে সাধারণ মানুষ সতর্ক থাকেন। এর ফলে কুকুরদের উপরে অপ্রয়োজনীয় সংঘাত এড়ানো সম্ভব হবে।

মেয়র আরো বলেন, বিভিন্ন সময় দেখা যায় পথ কুকুরের কামড়ের ঘটনায় প্রায়শই সাধারণ মানুষ আহত হচ্ছেন। বা বিভিন্ন সময়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয় পথ কুকুরেরা। তাই সেইসব সমস্যাগুলি সমাধানের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। তিনি জানান, বর্তমানে আগরতলা শহরে আনুমানিক ১,২০০টির মতো পথ কুকুর রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই কুকুরগুলিকে শেল্টার হাউসে স্থানান্তরিত করে মানবিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে রক্ষণাবেক্ষণের বিষয়েই বৈঠকে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

———

Leave a Reply