আগরতলা, ২৮ জানুয়ারি: ভারতের সামগ্রিক উন্নয়নের রূপরেখায় উত্তর-পূর্বাঞ্চল এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের কথা তুলে ধরেন। তাঁর ভাষণে বিশেষ গুরুত্ব পায় ত্রিপুরা রাজ্যের উন্নয়নচিত্র।
রাষ্ট্রপতি জানান, ব্রডগেজ রেল সংযোগের মাধ্যমে আগরতলা আজ দেশের মূল ভূখণ্ডের সঙ্গে আরও দৃঢ়ভাবে যুক্ত হয়েছে। এর ফলে ত্রিপুরায় উন্নয়নের গতি বেড়েছে, পাশাপাশি পর্যটন ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
রাষ্ট্রপতির ভাষণে উঠে আসে ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামোর বড় সাফল্যের কথাও। তিনি উল্লেখ করেন, আগরতলায় মা ও শিশুদের জন্য বিশেষ হাসপাতাল নির্মাণ রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এর মাধ্যমে ত্রিপুরার সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত হবে।
রাষ্ট্রপতি আরও বলেন, উত্তর-পূর্বাঞ্চলের রেল উন্নয়নে গত ১১ বছরে বিপুল বিনিয়োগ হয়েছে এবং ত্রিপুরার রাজধানী আগরতলা এখন ব্রডগেজ রেললাইনে সংযুক্ত, যা রাজ্যের আর্থিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
উত্তর-পূর্বাঞ্চলের রেল উন্নয়নে ৮০ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হয়েছে এই ১১ বছরে। বর্তমানে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা এবং মিজোরামের রাজধানীগুলি ব্রডগেজ রেললাইনের মাধ্যমে যুক্ত হয়েছে, যা অর্থনৈতিক কর্মকাণ্ড, পর্যটন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিয়েছে।
স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রেও গত এক দশক উত্তর-পূর্বাঞ্চলের জন্য যুগান্তকারী বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। তিনি সিকিমের সিচে-তে মেডিক্যাল কলেজ এবং আগরতলায় মহিলা ও শিশু হাসপাতালের কথা উল্লেখ করে বলেন, এই উদ্যোগগুলির ফলে উত্তর-পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ও সুসংহত স্বাস্থ্য পরিষেবা নেটওয়ার্ক গড়ে উঠছে।
রাষ্ট্রপতির বক্তব্য অনুযায়ী, বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে ত্রিপুরা এখন একটি গুরুত্বপূর্ণ অংশীদার। সংযোগ ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ত্রিপুরা ক্রমশ উন্নয়নের মূল স্রোতে এগিয়ে যাচ্ছে।
রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পর ভারতের উন্নয়ন কয়েকটি নির্দিষ্ট শহর ও অঞ্চলে সীমাবদ্ধ ছিল, যার ফলে দেশের বড় অংশ এবং বিপুল সংখ্যক মানুষ পর্যাপ্ত সুযোগ থেকে বঞ্চিত হয়েছিল।তবে বর্তমানে সেই বৈষম্য দূর হয়েছে। সংযোগ, পরিকাঠামো ও মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চল এখন ভারতের সামগ্রিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হচ্ছে।

