ধান ক্রয় ইস্যুতে ওডিশা বন্‌ধের ডাক এনকেএসের, সকাল ৬টা থেকে ২টো পর্যন্ত বন্ধ বহু পরিষেবা

ভুবনেশ্বর, ২৮ জানুয়ারি: ধান ক্রয়ে অব্যবস্থাপনার অভিযোগে রাজ্যজুড়ে দিনভর ওডিশা বন্‌ধের ডাক দিল নবনির্মাণ কৃষক সংগঠন (এনকেএস)। বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই বন্‌ধ চলবে দুপুর ২টো পর্যন্ত। কৃষকদের বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠন।

এনকেএস–এর মূল দাবি, রাজ্য পরিচালিত মাণ্ডিগুলিতে সমস্ত কৃষকদের প্রতি কুইন্টাল ধানের জন্য ৮০০ টাকা করে ইনপুট সহায়তা অবিলম্বে দিতে হবে। পাশাপাশি ধান জোগান ও ক্রয় ব্যবস্থায় মধ্যস্বত্বভোগী ও মিলারদের ভূমিকা সম্পূর্ণভাবে তুলে দেওয়ার দাবিও জানানো হয়েছে।

সংগঠনের তরফে আরও অভিযোগ করা হয়েছে, গ্রাহকদের ওপর বিদ্যুৎ স্মার্ট মিটার চাপিয়ে দেওয়া হচ্ছে এবং দূষণ শংসাপত্র (পলিউশন সার্টিফিকেট) সংক্রান্ত কড়াকড়িতে গাড়ির মালিকদের ওপর অতিরিক্ত জরিমানা ধার্য করা হচ্ছে। এই পদক্ষেপগুলিরও বিরোধিতা করেছে এনকেএস। এছাড়া, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন (এমজিএনরেগা), ২০০৫–এর পরিবর্তে ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ বা ভি–বি–জি র‍্যাম–জি চালুর সম্ভাব্য উদ্যোগের বিরুদ্ধেও সরব হয়েছে সংগঠন।

এনকেএসের আহ্বায়ক অক্ষয় কুমার জানিয়েছেন, “সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্‌ধ পালন করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান, পরিবহণ পরিষেবা, অফিস-আদালত সহ একাধিক পরিষেবা এই সময় বন্ধ থাকবে। কৃষকদের ন্যায্য দাবির সমর্থনে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছি।”

তবে বন্‌ধের আওতার বাইরে রাখা হয়েছে জরুরি পরিষেবা। হাসপাতাল, অ্যাম্বুল্যান্স ও ওষুধের দোকান খোলা থাকবে বলে স্পষ্ট জানানো হয়েছে সংগঠনের তরফে। বন্‌ধ ঘিরে বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

Leave a Reply