রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধীদের আচরণে তীব্র সমালোচনা কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৮ জানুয়ারী: রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলগুলির আচরণকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এদিন বিরোধীদের আচরণ দেশের জন্য লজ্জাজনক।

রিজিজুর অভিযোগ, রাষ্ট্রপতির ভাষণ চলাকালীন কংগ্রেস ও তাদের সহযোগী দলগুলি অশোভন আচরণ করেছে এবং অকারণে হট্টগোল সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, এই ধরনের আচরণের জন্য কংগ্রেস ও তার মিত্রদের দেশ কখনও ক্ষমা করবে না।

কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেন, এদিন ‘বন্দে মাতরম্’-এর ১৫০ বছর পূর্তি এবং এর স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হচ্ছিল। সেই সময় বিরোধীদের এমন আচরণ অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সংসদে বিরোধীদের ভূমিকা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে চাপানউতোর আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply