আগরতলা, ২৮ জানুয়ারি: শিশুশ্রমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে শিশু অধিকার সুরক্ষা কমিশন ও পশ্চিম জেলা শ্রম দপ্তরের যৌথ উদ্যোগে আজ আগরতলার লক্ষ্মীনায়ণ বাড়ি রোড, জিবি বাজার ও সূর্য চৌমুহনী এলাকায় একাধিক দোকানে অভিযান চালানো হয়। শিশুদের দিয়ে শ্রম করানোর অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে।
অভিযান চলাকালীন জিবি বাজার এলাকা থেকে তিনজন শিশুকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুদের প্রাথমিকভাবে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয় এবং তাঁদের ভবিষ্যৎ সুরক্ষা ও পুনর্বাসনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে। তাছাড়াও, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আরও একজনকে উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত সারা ভারতব্যাপী শিশু শ্রমিক উদ্ধার অভিযান শুরু হয়েছে। তারই অঙ্গ হিসেবে ত্রিপুরা রাজ্যেও এই বিশেষ অভিযান গ্রহণ করা হয়েছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ছয় দিনব্যাপী একযোগে সারা রাজ্যজুড়ে বিভিন্ন দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অন্যান্য কর্মক্ষেত্রে যেখানে শিশুদের শ্রমিক হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেসব স্থান চিহ্নিত করে শিশুদের উদ্ধার করা হবে।
পাশাপাশি, শিশু শ্রমে যুক্ত নিয়োগকর্তা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে শ্রম আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে। শিশুদের শিক্ষা ও সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করতেই এই অভিযান চালানো হচ্ছে এবং এ বিষয়ে কোনো রকম আপস করা হবে না।

