কুমারঘাট, ২৭ জানুয়ারি: কুমারঘাট থেকে ধর্মনগর চন্দ্রপুরে হরিনাম সংকীর্তনে এসে অপহৃত হল এক যুবক। রাতভর অজ্ঞাত স্থানে থাকার পর মঙ্গলবার ভোরে বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের চিতল ডহর থেকে উদ্ধার হল ওই যুবক। ঘটনায় কদমতলা এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে।
বিবরনে অপহৃত যুবক জানায়, সে গতকাল অর্থাৎ সোমবার কুমারঘাট থানাধীন নিদেবি এলাকায় তার বাড়ি থেকে ডেমো ট্রেনে করে ধর্মনগর আসে। পরে শহরের চন্দ্রপুর গর্জনটিলা এলাকায় হরিনাম সংকীর্তন দেখতে যায় সে। হঠাৎ সেখান থেকে দু’ তিনজন যুবক তাকে হাত ও চোঁখ বেঁধে অপহরণ করে বলে জানায়। অপহৃত যুবকের নাম বিশ্বনাথ দাস (৩০) পিতা জয়হরি দাস। সে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরো জানায়, সারারাত পায়ে হেঁটে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর যখন সকাল হয় তখন ওই অপহরণকারী যুবকরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ায় সে বহু কষ্টে হাত ও চোখ খুলে পালিয়ে এলাকাবাসীদের দ্বারস্থ হয় ও সমস্ত ঘটনা জানায়।
তখন এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে স্থানীয় ৪নং ওয়ার্ডের আব্দুল খালেক ও নাসিমা বেগমের বাড়িতে চড়াও হয় এবং ভাঙচুর চালায়। স্থানীয় বাসিন্দারা জানায়, নাসিমা বেগমের ভাই ওইসব মানব ও বিভিন্ন পাচারকারীর সঙ্গে যুক্ত রয়েছে তাই তাদের সন্দেহ নাসিমা বেগমের বাড়ির উপরই হয়। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে তাদের বাড়িতে ভাংচুর চালায় স্থানীয়রা।
এদিকে,ঘটনার খবর পেয়ে কদমতলা থানার পুলিশ সহ মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ও অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা ঘটনাস্থলে ছুটে যান এবং সমস্ত পরিস্থিতি সামাল দেন। অপরদিকে অপহৃত যুবক ও নাসিমা বেগমকে থানায় নিয়ে আসা হয়। তবে এটি আদৌ অপহরণ না অন্য কোন চক্রান্ত তার সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিকভাবে সম্পূর্ণ ঘটনার অনেক রহস্য দেখা দিয়েছে।

