জয়পুর, ২৭ জানুয়ারি: রাজস্থানের বিভিন্ন জেলায় বৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনার কথা জানিয়ে মঙ্গলবার কমলা (অরেঞ্জ) ও হলুদ (ইয়েলো) সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। প্রায় ২০টি জেলায় এই সতর্কতা কার্যকর থাকবে বলে জানিয়েছে দফতর।
গত ২৪ ঘণ্টায় পূর্ব রাজস্থানের কয়েকটি স্থানে হালকা বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, অন্যদিকে পশ্চিম রাজস্থানের আবহাওয়া মূলত শুষ্ক ছিল। এই সময়ের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা পালিতে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আলওয়ারে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
জয়পুর আবহাওয়া কেন্দ্রের পরিচালক রাধেশ্যাম শর্মা জানান, জোধপুর বিভাগের কিছু এলাকায় ‘কোল্ড ডে’ পরিস্থিতি লক্ষ্য করা গেছে। পূর্ব রাজস্থানের বিচ্ছিন্ন কিছু স্থানে হালকা কুয়াশাও দেখা গিয়েছে।
নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা (ওয়েস্টার্ন ডিস্টার্ব্যান্স) সক্রিয় হওয়ায় রাজ্যের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায়, সহ রাজ্য রাজধানী জয়পুরে, দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির সঙ্গে ঠান্ডা হাওয়া বইতে থাকায় শীতের তীব্রতা আরও বেড়েছে।
আলওয়ার ও সাওয়াই মাধোপুর জেলাতেও বৃষ্টির খবর মিলেছে। রাজ্যের বহু অঞ্চলে ঘন মেঘের আস্তরণ দেখা যাচ্ছে, ফলে আগামী সময়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় অধিকাংশ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল। সিহোরিতে ৭.৯ ডিগ্রি, জয়সালমেরে ৮.৬ ডিগ্রি, নাগৌরে ৮.৭ ডিগ্রি, পালিতে ৮.৪ ডিগ্রি এবং ফালোদিতে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া দফতর জয়পুর, সাওয়াই মাধোপুর, করৌলি, সিকার, ভরতপুর এবং দৌসা—এই ছয় জেলায় শিলাবৃষ্টি, বজ্রঝড় ও বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে।
এছাড়া জয়সালমের, বিকানের, বুন্দি, আলওয়ার, নাগৌর, আজমের, গঙ্গানগর, হনুমানগড়, টোঙ্ক, বারান, কোটা, ঝুনঝুনু, ভিলওয়ারা, ঝালাওয়ার ও ধোলপুর সহ ১৫ জেলায় বৃষ্টি ও বজ্রঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এসব এলাকায় ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
বজ্রঝড়ের সময় নিরাপদ আশ্রয়ে থাকার এবং গাছের নিচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

