পশ্চিমবঙ্গে বিশেষ তফসিলি পর্যালোচনা চলাকালে ভোটগ্রহণ কার্যক্রমে আইন-শৃঙ্খলা বিঘ্নিত হলে এফআইআর দায়েরের নির্দেশ সিইও-র

কলকাতা, ২৪ জানুয়ারী : পশ্চিমবঙ্গের বিশেষ তফসিলি পর্যালোচনার প্রক্রিয়া চলাকালে ভোটগ্রহণ কার্যক্রমে কোনো ধরনের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে দ্রুত এফআইআর দায়ের করতে জেলা প্রশাসনগুলোকে নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন অফিসার এর দপ্তর থেকে এ সংক্রান্ত একটি নির্দেশিকা জেলা নির্বাচন অফিসারদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, যদি শুনানি বা পর্যালোচনা প্রক্রিয়ায় কোনো ধরনের বিশৃঙ্খলা, ভাঙচুর, হুমকি বা সরকারি কর্মচারী ও কর্মীদের ওপর আক্রমণ ঘটে, তাহলে তা স্থানীয় থানায় অবিলম্বে জানাতে হবে।

এছাড়া, ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি অনুযায়ী, এসআইআর শুনানি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার কথাও উল্লেখ করা হয়েছে। ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আদেশের প্রেক্ষিতে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, এই ধরনের ঘটনার পর অভিযোগের কপি পুলিশ সুপার এবং প্রধান নির্বাচন অফিসারের দপ্তরে পাঠানো হবে। যদি কোনো এলাকায় সহিংসতা বা সরকারি সম্পত্তির ক্ষতি অব্যাহত থাকে, সেক্ষেত্রে এসআইআর শুনানি সেখানে স্থগিত থাকবে এবং পুনরায় শুরু করার জন্য সিইও-এর সুস্পষ্ট অনুমতির প্রয়োজন হবে।

Leave a Reply