নান্দিয়ালে ভয়াবহ দুর্ঘটনা: বাস–লরির সংঘর্ষে আগুন, মৃত্যু তিন

নান্দিয়াল, ২২ জানুয়ারি : ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনার সাক্ষী থাকল অন্ধ্রপ্রদেশ। নান্দিয়াল জেলায় বৃহস্পতিবার ভোররাতে একটি বেসরকারি বাস ও কন্টেনার লরির মুখোমুখি সংঘর্ষের পর দু’টি গাড়িতেই আগুন ধরে যায়। এই মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। আহত হয়েছেন একাধিক যাত্রী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে আনুমানিক রাত ১টা ৩০ মিনিট নাগাদ। বেসরকারি বাসটি অন্ধ্রপ্রদেশের নেল্লোর থেকে তেলঙ্গানার হায়দরাবাদের দিকে যাচ্ছিল। সেই সময় আচমকা বাসটির ডান দিকের একটি চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাসটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে, পরে ডিভাইডার টপকে উল্টো দিকের লেনে ঢুকে পড়ে। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি কন্টেনার লরির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

জানা গিয়েছে, লরিটিতে একাধিক মোটরবাইক বোঝাই ছিল। সংঘর্ষের তীব্রতায় বাস ও লরিতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। মাঝরাতে বিকট শব্দে স্থানীয় বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। রাস্তায় বেরিয়ে তাঁরা দেখতে পান, দু’টি গাড়ি দাউদাউ করে জ্বলছে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। বাসের হেল্পার জানলা ভেঙে যাত্রীদের বের করে আনতে সাহায্য করেন। স্থানীয়দের তৎপরতায় বহু যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সকলকে বাঁচানো যায়নি।

এই দুর্ঘটনায় ঝলসে মৃত্যু হয়েছে বাসচালক, লরির চালক ও সহকারী-সহ বাসের এক কর্মীর। বাসে মোট ৩৬ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে বেশির ভাগকেই উদ্ধার করা হয়েছে। আহত যাত্রীদের নান্দিয়াল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর শুরু হয় উদ্ধারকাজ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাসের টায়ার ফেটে যাওয়ার ফলেই চালক নিয়ন্ত্রণ হারান এবং তার জেরেই এই দুর্ঘটনা ঘটে।

উল্লেখযোগ্যভাবে, গত বছরের অক্টোবর মাসেও অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় একই ধরনের দুর্ঘটনায় একটি বেসরকারি বাসে আগুন ধরে মৃত্যু হয়েছিল ২০ জন যাত্রীর। সেই বাসটিও জাতীয় সড়ক ধরে যাচ্ছিল এবং সেটিও ছিল বাতানুকূল। নান্দিয়ালের সাম্প্রতিক দুর্ঘটনা ফের একবার রাতের যাত্রার ঝুঁকি, বেসরকারি দূরপাল্লার বাসের রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং সড়ক নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিল।

Leave a Reply